ডিবিডিনিউজ২৪.কম : শতাব্দীর ভয়াবহ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের এখন পর্যন্ত ৩ লাখ ছাড়িয়েছে। মৃতরে সংখ্যা ৩ লাখ ২ হাজার ৯৪৯ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ১৮ হাজার ৫৭৪ জন এবং সুস্থ্য হয়েছেন ১৬ লাখ ৯৯ হাজার ৩৫৪ জন। ফলে বর্তামানে চিকিৎসাধীন আছেন ২৫ লাখ ১৬ হাজার ২৭১ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৫ লাখ ১৮ হাজার ৫৭৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৪৫ হাজার ৫৫১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
মৃতদের মধ্যে ১ তৃতীয়াংশ মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছেন ৮৬ হাজার ৮০৪ জন। এরপরের স্থানে আছে যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। যুক্তরাজ্যে মারা গেছেন ৩৩ হাজার ৬১৪ জন। এছাড়া ইতালি ৩১ হাজার ৩৬৮ জন, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫ জন, স্পেনে ২৭ হাজার ৩২১ জন,বেলজিয়ামে ৮ হাজার ৯০৩ জন, জার্মানীতে ৭ হাজার ৯২৮ জন, ইরানে ৬ হাজার ৮৫৪ জন। এছাড়া উপত্তিস্থলে চীনে করোনায় মারা গেছেন ৪ হাজার ৬৩৩ সজন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৮৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ১০৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৮ হাজার ৮৮৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
মন্তব্য করুন