।।প্রেস বিজ্ঞপ্তি।।
কবি ও আবৃত্তিকার হাসান কামরুল এর জন্মদিন আজ।
এ রোমান্টিক ও প্রেমের কবি হাসার কামরুল’র জন্মদিন তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তাঁর ভক্ত সালমা ইয়াছমিন পিংকি।
ইতি মধ্যে কবি হাসান কামরুল এর ৫টি কাব্যগ্রন্থ বই মেলায় প্রকাশিত হয়েছে। প্রথম কব্যগ্রন্থ- চিঠি এবং অন্যান্য, প্রকাশিত হয় ২০১৩ সালে। দ্বিতীয় কাব্যগ্রন্থ- রুপান্তরে পোড়ে প্রজাপতি, প্রকাশিত হয় ২০১৪ সালে। তৃতীয় কাব্যগ্রন্থ- অসময়ের বাঁশি, প্রকাশিত হয় ২০১৭ সালে। চতুর্থ কাব্যগ্রন্থ- অন্তর্গত খেরোখাতা, প্রকাশিত হয়২০১৮ সালে। পঞ্চম কাব্যগ্রন্থ- হ্যালুসিনেশন, প্রকাশিত হয় ২০১৯ সালে।
এ দিকে কবি হাসান কামরুল’র জন্মদিনে ডিবিডিনিউজ২৪ ডটকম এর প্রকাশক ও সম্পাদক জসিম আজাদ ডিবিডিনিউজ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে কবি’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য করুন