ডিবিডিনিউজ২৪ ডেস্ক :
কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (রবিবার) বিকেল কক্সবাজার শহরের অভিজাত হোটেলে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক ও কক্সবাজার নিউজ ডটকম সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল যাচাই-বাছাই, নতুন সদস্য অন্তর্ভুক্তি, বার্ষিক সম্মেলন ও পিকনিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিতির মতামতে আগামী ১৯ ও ২০জানুয়ারি ২০২০ রাঙ্গামাটিতে বার্ষিক সম্মেলন ও পিকনিক’র সিদ্ধান্ত গৃহিত হয়। আগ্রহীদের ১৫ জানুয়ারি ‘২০ এর মধ্যে রেজিস্টেশন সম্পন্ন করতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে সদস্য তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।
তালিকায় প্রতি পোর্টালে ৫ জন প্রতিনিধি (প্রকাশক/চেয়ারম্যান/সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, স্টাফ রিপোর্টার) এর মধ্যে থাকবে।
অধ্যাপক আকতার চৌধুরী সমন্বয়ক ও আনছার হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট পিকনিক বাস্তবায়ন কমিটি করা হয়।
উপস্থিত ছিলেন, চকরিয়া নিউজ এর সম্পাদক জহিরুল ইসলাম, উখিয়া নিউজ ডটকম এর সম্পাদক ওবাইদুল হক চৌধুরী, সিএসবি২৪ ডটকম এর সম্পাদক পলাশ বড়ুয়া, কক্সবাজার টাইমস এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, উখিয়া সংবাদ ডটকম’র সম্পাদক সরওয়ার আলম শাহীন, উখিয়া বার্তা ডটকম’র সম্পাদক কমুরুদ্দিন মুকুল, ভয়েজঅফ উখিয়া ডটকম’র সম্পাদক নুর মো. সিকদার, কক্সবাজার আলো ডটকম’র নির্বাহী সম্পাদক ছৈয়দ আলম, ডেইলি কক্সবাজার নিউজ ডটকম’র সম্পাদক শফিক আজাদ, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর ও ফারুক আহমদ প্রমুখ।
মন্তব্য করুন