প্রেস বিজ্ঞপ্তি :
‘অসাধ্যসাধনে মোরা পটু, বেলাভূমিতে ই প্রথম জিটু’ স্লোগানকে সামনে রেখে আয়োজন হতে যাচ্ছে “সৈকত ও মেরিন ড্রাইভের খোয়াভাত”।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী, বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের ৮টি উপজেলার ২০০২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের একাধারে একটা নেটওয়ার্ক, একটি প্লাটফরম, একটি জোড়াময় শিকল, বন্ধুদের সহায়তা-আড্ডার আসর ফেইসবুক ভিত্তিক গ্রুপ এবং একটি অরাজনৈতিক প্লাটফরম Coxsbazar ’02। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ২ বছর বয়সের এই গ্রুপটি বিভিন্ন সময় বিভিন্ন আড্ডা, খোশগল্প, বার্থডে উইশ, বিবাহ বার্ষিকী, যোগাযোগ, বিনোদন, তথ্য-সহায়তা, সুখ-দুঃখ শেয়ারিংসহ বিভিন্নভাবে একদিকে যেমন আমাদের বন্ধনকে আরও মজবুত করছে তেমনি কক্সবাজারের সকল ব্যাচমেটদের মধ্যে একটা শক্ত নেটওয়ার্কের ভিত্তি দাড় হচ্ছে যা আমাদের সকলের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত ও রাষ্ট্রীজীবনে খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু গ্রুপের যোগাযোগ, কমেন্টিং ও রিয়েক্টিং এর চেয়ে তথা ভার্চ্যুয়াল জগতের গন্ডি পেরিয়ে বাস্তবজীবনে গ্রুপের সকল বন্ধুদের মধ্যে একটা পরিচিতি, পিকনিক, আড্ডা, উৎসব তথা গেটটুগেদার এর অনুরোধ অনেকে দীর্ঘদিন ধরে করে আসছে।এইসব অনুরোধ আর এর বাস্তব প্রয়োজনীয়তার উপলব্ধি থেকে Coxsbazar ’02 ব্যাচ তথা এই গ্রুপের প্রথম জিটু (Get Together) ঘোষণা করছি।
নিচে বিস্তারিত দেওয়া হলো।
0১) ইভেন্ট এর নামঃ সৈকত ও মেরিন ড্রাইভের খোয়াভাত।
0২) আয়োজকঃ Coxsbazar ’02
0৩) স্লোগানঃ “অসাধ্য সাধনে মোরা পটু, বেলাভূমিতে ই প্রথম জিটু”
0৪) ভেন্যুঃ লাবনী পয়েন্ট থেকে দরিয়া নগর এরিয়ার মধ্যে (শীঘ্রই জানিয়ে দেওয়া হইবে)
0৫) তারিখঃ ৭ই ফেব্রুয়ারী, ২০২০ ইংরেজি শুক্রবার।
0৬) যারা অংশগ্রহণ করতে পারবেঃ কক্সবাজার এর ৮টি উপজেলায় বসবাসরত বিভিন্ন স্কুল থেকে ২০০২ সালে এস.এস.সি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।
0৭) অনুষ্ঠান এর রেজিস্ট্রেশন ফিঃ ৬০০ টাকা প্রতি জন।কাপল বা গেস্ট অনুমোদিত নয়।
0৮) অনুষ্ঠান এ নিষিদ্ধঃ এলকোহল, আরমস, ধুমপান, মাদকদ্রব্য ও রাজনীতি।
0৯) পেমেন্ট মাধ্যমঃ বিকাশ/রুপালী ব্যাংক শিওর ক্যাশ/নির্ধারিত বুথ/অনুমোদিত ব্যক্তি
১০) ইভেন্টে যা থাকছেঃ
ক. র্যালী
খ. টি-শার্ট ও ব্যাচ (লগু সম্বলিত)।
গ. মর্নিং স্ন্যাক্স।
ঘ. ফটোসেশন।
ঙ. ক্রীড়া ও বীচ গোসল।
চ. দুপুরের খাবার।
ছ. পরিচয় পর্ব।
জ. সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঝ. কুইজ প্রতিযোগিতা।
ঞ. র্যাফল ড্র।
ট. ইভেনিং স্ন্যাক্স/ভাপা পিঠা
ঠ. পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ড. সকাল-সন্ধ্যা চা/কফি
ঢ. একটি Souvenir/স্মারকগ্রন্থ- (সকল অংশগ্রহণকারী সদস্যদের ছবি, নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, পেশা, রক্তের গ্রুপ, মোবাইল, ইমেইলসহ বিস্তারিত তথ্য সম্বলিত)।
১৫ জানুয়ারি ইভেন্ট ক্রিয়েট, ভেন্যু নির্ধারন, অনুষ্ঠানে সময়সূচি সহ বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন