নিজস্ব প্রতিবেদক :
“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এ প্রতিপাদ্যে মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে নারীর প্রতি সহিংসতারোধে অঅয়োজিত গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ,সিনিয়র সহকারি পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন