।।নিজস্ব প্রতিবেদক।।
উখিয়ার কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের খাদেম, সহকারী ইমাম মো. বদিউল আলম পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।
এদিকে অল্প সময়ে সৌদি আরব গমনকালিন পিতার বিদায়বেলায় নিকটাত্বীয় ও শুভাকাঙ্খিদের সাথে দেখা করে যেতে না পারায় দু:খ প্রকাশপূর্বক দোয়া কামনা করেছেন বদিউল আলমের বড় ছেলে ‘এস.এ টিভি’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক আজকের কক্সবাজার’র বার্তা সম্পাদক আহসান সুমন ও তার ভাই কক্সটিভি’র বার্তা প্রধান শফিউল শাহীন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত রোগে বেশ কয়েকদিন ধরে তিনি শারিরিকভাবে অসুস্থ ছিলেন। পরে বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ্য হয়ে অবশেষে জীবনের সর্বোচ্চ ইচ্ছা হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা দেন ধর্মপরায়ন এই মানুষটি।
মন্তব্য করুন