ক্রীড়া ডেস্ক :
নেপালের কাঠমান্ডুতে এসএ গেমসে প্রথম স্বর্ণপদক জিতলো বাংলাদেশ।
সোমবার তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই পদক। বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন দিপু চাকমা।
তায়কোয়ান্দো ডিসিপ্লিনে ছেলেদের একক পুমসায় ঊর্ধ্ব-২৯ শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে স্বর্ণ জেতেন দিপু।
এর আগে সোমবার সকালে মেয়েদের একক কাতায় (কারাতে ডিসিপ্লিন) ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা।
মন্তব্য করুন