।।নিজস্ব প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও’র গাড়ি উখিয়া স্বার্থ রক্ষায় আন্দোলনকারী সংগঠন ‘অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র সভাপতিকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ নেক্কার জনক ঘটনাটি ঘটে।
এটি কোন এনজিওর গাড়ি এখনো জানা যায়নি। তবে গাড়ির নাম্বার ঢাকা মেট্রো- চ ১৫-৬৬২৬।
জানা যায়, ‘অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র সভাপতি শরীফ আজাদ সিএনজি যোগে কক্সবাজার যাওযার পথে হিমছড়ি নামক এলাকার পরপরই একটি এনজিও’র গাড়ি (হাইচ) হঠাৎ পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে আহত শরীফ আজাদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি এনজিওর গাড়ি হঠাৎ আমি পরিবাহিত সিএনজি গাড়িটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে গেছে। আমি নিশ্চিত এটি আমাকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। সব তথ্য সংগ্রহ করে মামলা করবো।
উল্লেখ্য, শরীফ আজাদ দীর্ঘদিন ধরে ‘অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র ব্যানারে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও’র চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।
মন্তব্য করুন