নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তৃতীয় মেয়াদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মো. ফোরকান আহমেদ।
মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২০১৬ সালের ১৪ আগস্ট অবসরপ্রাপ্ত লে. কর্ণেল মো. ফোরকান আহমদ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিষ্টাকালীন চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মত দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৮ সালের ১৪ আগস্ট দ্বিতীয় দফায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৩ আগস্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল মো. ফেরকান আহমেদের বর্তমান নিয়োগের মেয়াদ পূর্তি হবে। মেয়াদ পূর্তির পরবর্তী দিন ১৪ আগস্ট থেকে তাকে (ফোরকান আহমেদ) আগামী ২ বছর মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
তৃতীয়বারের মত নতুন করে নিয়োগ পাওয়া কউকের এ চেয়ারম্যান যুগ্মসচিবের পদমর্যাদায় বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুবিধা পাবেন বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগের এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রীপরিষদ সচিব, সিনিয়র সচিব, পরিবহন কমিশনার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক সহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে।
মন্তব্য করুন