প্রেস বিজ্ঞপ্তি : উপজেলা প্রেসক্লাব উখিয়া’র উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোক র্যালী, বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাব উখিয়ার আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও মহান কীর্তি সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।
এ সময় বক্তরা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন। এসময় সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতাও পালন করেন।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের জন্য উজ্বল নক্ষত্র। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য একটি অংশ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে। তার নেতৃত্ব ছিলো বলিষ্ঠ। কিছু কুচক্র মহল ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশে বাঁচতে দেয়নি। বঙ্গবন্ধুসহ তার পরিবাবের ১৭ জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করা হয়। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহেনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার শুরু করেন। অনেক খুনির ফাঁসি হলেও এখনো কিছু খুনিরা পালিয়ে রয়েছেন। তাদের অনতি বিলম্বে বাংলার মাটিতে বিচারের দাবী জানান বক্তরা।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শাকুর মাহমুদ চৌধুরী ও সহ যুগ্ম আহ্বায়ক তানভীর শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন, মরজান আহমেদ চৌধুরী, শরিফ আজাদ, আবদুল হাকিম, শাহেদ হোছাইন মুবিন, নুরুল আলম সিকদার, আবুজার গিফফারী, সালাউদ্দিন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আরিফ সহ সকল সদস্যবৃন্দ।
মন্তব্য করুন