রাত পোহালেই মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীয্যের মধ্যদিয়ে সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আযহা উদযাপন করবে।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ি পশু কোরবানি করবেন।
১১ আগষ্ট (রোববার) রাতে এক ভিডিও বার্তায় উখিয়া উপজেলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রোহিঙ্গা কমিউনিটির জন্য বিভিন্ন এনজিও সংস্থা ও ব্যক্তির পক্ষ থেকে বেশ কিছু সাহায্য পাওয়া গেছে। সেগুলো ক্যাম্পের অভ্যন্তরে বিতরণ করা হচ্ছে। ক্যাম্পের বাইরেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে উখিয়া উপজেলার দু:স্থ ও এতিমদের জন্য এই পর্যন্ত ৬০টি গরু আমরা পেয়েছি। সেই গরু গুলো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দু:স্থ ব্যক্তি, এতিম ও আশ্রয় কেন্দ্র গুলোতে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে ক্যাম্প এবং উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা তিনি জানান।
মন্তব্য করুন