।।যোবায়েত হোসেন।।
রোহিঙ্গাদের আগমনের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়াবাসীর জীবন-জীবিকার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্থানীয়দের অগ্রাধিকারের দাবীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সাথে আজ দুপুর ১২টায় ঘন্টাব্যাপি অধিকার বাস্তবায়ন কমিটি (অবাক) উখিয়া’র নেতৃবৃন্দ বৈঠকে মিলিত হয়েছে।
বৈঠকে অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র নেতৃবৃন্দ যথাক্রমে, শরিফ আজাদ,মিডিয়া সমন্বয়কারী সুজন কান্তি পাল, মনজুর আলম শাহীন, জুসেদ, তাউছীফ আহমেদ, মুফিদুল আলম, যোবায়েত হোসেন, তারেক হাসান, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র সভাপতি শরিফ আজাদ বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনায় স্থানীয়দের অধিকারের বিষয়ে অনেকটাই অগ্রগতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে আশ্বাস দিয়ে বলেছেন, চলমান মাস থেকে প্রত্যেক এনজিওতে চাকরীর নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে এবং উচ্চপদ ব্যতীত সকল পদে নিয়োগ প্রক্রিয়া উখিয়ায় সম্পন্ন করা হবে।
তবে শরিফ আজাদ বলেছেন, প্রশাসনের সাথে আলোচনার পাশা-পাশি তারা তাদের অহিংস, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।
মন্তব্য করুন