1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

উদয়… | আলমগীর মাহমুদ

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১২৩ Time View

পৃথিবীর বুক চিরে জন্ম দেয়া উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রথম নির্বাচিত
১. সভাপতি (নির্বাচিত) – শফিক আজাদ, উখিয়া প্রতিনিধি, দৈনিক যুগান্তর ও সম্পাদক, উখিয়া খবর।
২. সহ-সভাপতি – ওবাইদুল হক চৌধুরী (মনোনীত), সম্পাদক, উখিয়া নিউজ।
৩. সাধারণ সম্পাদক (নির্বাচিত) – পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি, দৈনিক আমাদের সময়, চট্টগ্রাম প্রতিদিন, দৈনিক হিমছড়ি ও সম্পাদক- সিএসবি২৪.কম।
৪. যুগ্ম সাধারণ সম্পাদক (মনোনীত) – শহীদুল ইসলাম, উখিয়া প্রতিনিধি, দৈনিক দেশ রূপান্তর, সম্পাদক- উখিয়া কণ্ঠ।
৫. সাংগঠনিক সম্পাদক –  জসিম আজাদ, সম্পাদক, ডিবিডিনিউজ২৪.কম।
৬. অর্থ সম্পাদক – সালাউদ্দিন আকাশ, সম্পাদক, রাইজিং কক্স।
৭. দপ্তর সম্পাদক – রফিক মাহমুদ, বিশেষ প্রতিনিধি দৈনিক দেশ-বিদেশ ও সিএসবি২৪.কম।
৮. প্রচার ও প্রকাশনা – এইচ, কে রফিক উদ্দিন, নির্বাহী সম্পাদক, উখিয়া নিউজ টু ডে।
৯. প্রযুক্তি ও প্রশিক্ষণ – ফেরদৌস ওয়াহিদ, উখিয়া প্রতিনিধি, দৈনিক সকালের সময়৷ সম্পাদক, ডেইলি কক্স নিউজ।
১০. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক – রিদুয়ানুর রহমান, প্রকাশক, কক্সবাজার টুডে।
কার্যকরি সদস্য বৃন্দ–
১১. তানভীর শাহরিয়ার, সম্পাদক, কক্সবাজার দর্পণ সম্পাদক।
১২. মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রতিনিধি, ডেইলি কক্স নিউজ।
১৩. তাশপ্রিয়া বিনতে কাশেম, প্রতিনিধি, টিটিএন।

শুভেচ্ছা স্বাগতম।
হ্যালির ধুমকেতুর মতই উদয়, ভোরের শুকতাঁরার মতই প্রবাহমানতার প্রথম সকাল ।
ভাবশিষ্যের শিয়রে শিখরে উঠার সুখ বিলাবারও।
উখিয়ার ইতিহাসে আরেক অধ্যায় যুগ হল। গবেষকদের কলমী কাজও খানিক বেড়ে গেল। তাঁদের নামও যে লিখতে হবে!
আমি অভিনন্দন জানাই সেই সব মুক্তিযোদ্ধাকে। যারা পানতা আর পুরা মরিচের স্বাদ নিয়ে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে …”উখিয়া অনলাইন প্রেসক্লাব” নিজের চেয়ারের মিস্ত্রীও তাঁরা, ডিজাইনারও তাঁরা, নকশাবিদও তাঁরা, ইঞ্জিনিয়ার ও তাঁরা” নিজে মাইক নিজেই ব্যাটারি । দাক্ষিণ্যের দানহীন এমন অর্জন শিরদাঁড়া উচু করে বলবার.. জয় উখিয়া অনলাইন প্রেসক্লাব, জয় ধার করা চেয়ারে না বসা মুক্তিযোদ্ধাদের…
উদারতাই হউক তোমাদের গভীর রাতের সাথী… আর্শীবাদ প্রতিক্ষণ……

লেখক : বিভাগীয় প্রধান। সমাজবিজ্ঞান বিভাগ উখিয়া কলেজ। alamgir83cox@gmail. Com

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com