প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ চারুশিল্পী অধিকার আন্দোলন, কক্সবাজার জেলা শাখার থ্রী-বার্ষিকী সম্মেলন ও বনভোজন/২০২০ উপলক্ষে শুত্রুবার উখিয়া উপজেলা আর্ট ক্লাবের এক জরুরী সভা বালুখালী কাশেমীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি ছিলেন উপজেলা আর্ট ক্লাবের উপদেষ্টা ও বালুখালী কাশেমীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন ।
বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আর্ট ক্লাবের প্রধান উপদেষ্ঠা হেলাল উদ্দিন আহাম্মদ, আর্ট ক্লাবের নির্বাহী উপদেষ্টা কাজল আইচ (কাজল আর্ট), আর্ট ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম আর্ট), সাধারণ সম্পাদক, বাবু উত্তম বড়ুয়া (উত্তম আর্ট), সহ-সভাপতি নুরুল আলম ভুট্রো (সাইনিং আর্ট)।
উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আর্ট, তাহের আর্ট, শামসু আর্ট, শিল্পী আর্ট, জলীল আর্ট, সাঈদ আর্ট, আব্দুল করিম প্রমুখ।
মন্তব্য করুন