1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

উখিয়ায় ইয়াবা কারবারে অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫ Time View
।।উখিয়া প্রতিনিধি।।

উখিয়া উপজেলার অন্যতম শীর্ষ ইয়াবা গডফাদার বালুখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম অবশেষে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে।

দীর্ঘদিন ধরে মোস্ট ওয়ানটেড তালিকায় থাকলেও ইয়াবা সহ একাধিক মামলার আসামী জাহাঙ্গীর স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে ইয়াবা বানিজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ বয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার এস আই আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ বালুখালী এলাকা থেকে চিহ্নিত ইয়াবা গডফাদার জাহাঙ্গীর আলমকে আটক করে।

এ ব্যপারে যোগাযোগ করা হলে এস আই আবু বকর ছিদ্দিক জানান, আটক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইয়াবা সহ একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে ইয়াবা নিয়ে আটক হয়ে তার বড়ভাই আরেক ইয়াবা গডফাদার বখতিয়ার বর্তমানে জেলে রয়েছে।

খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, এক সময়ের গাড়ীর হেলপার থেকে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া উখিয়ার বালুখালী এলাকার দু্ই ভাই বখতিয়ার ও জাহাঙ্গীর টেকনাফের দুর্ধষ ইয়াবা ব্যবসায়ী ক্রস ফায়ারে নিহত নূর মোহাম্মদের হাত ধরে রাতারাতি কোটিপতির তালিকায় নাম লেখান। তাদের রয়েছে নামে বেনামে ৫০ একরের মতো জমিজমা। একাধিক যানবাহন ও ফিশিং বোটসহ অঢ়েল সহায় সম্পত্তি। তাদের নবনির্মিত বাড়িটি দেখলে অবাক হওয়ার মতো কথা। বখতিয়ার গ্রেপ্তার হওয়ার পর তার ইয়াবা ব্যবসার হাল ধরেন তার ছোট ভাই আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম। যদিও বা সে দিনের বেলায় গ্রেপ্তার আতংকে আত্মগোপন করে থাকত। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো তাকে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com