।।নিজন্ব প্রতিবেদক।।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালি ছড়া নামক এলাকায় ট্রাক ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ইমরান নামের এক ব্যক্তি নিহত হন। এসময় আরো তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহতদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইমরান হোসেন (৩৫) পালংখালী ফারিয়ার প্রভাবশালী সদস্য ও ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার বলে জানা গেছে।
শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় গাড়ি দুইটি জব্দ করা হয়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য করুন