।।নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ায় সিবিও-এনজিও এলায়েন্স এর উদ্যোগে হেলপ কক্সবাজার এর সহযোগীতায় “সড়ক ও জনপদ এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনার” হেলপ কক্সবাজারের মিলনায়তনে ২০ জুলাই সকাল ১১টায় সিবিও-এনজিও এ্যালায়েন্স সভাপতি ও হেলপ’র নির্বাহী পরিচালক আবুল কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফ আজাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা, কিছু প্রস্তাবনা আকারে পেশ করেন (ক) ফিটনেস বিহীন কোন যানবাহন পথে না নামানো (গ) জনপথ ও সড়ক উন্নয়ন সংস্থায় দুর্নীতিহীন লোকজন বসানো (ঘ) আইন প্রয়োগে যথাসাধ্য চেষ্টা করা (ঙ) গাড়ী চালানোর সময় যাবতীয় সরঞ্জাম ব্যবহার করা (চ) ড্রাইভিং লাইসেন্স প্রদানে সতর্ক হওয়া (ছ) রাস্তার উভয় পাশে ফুটপাত নির্মাণ করা (জ) ছোট ও ভারী যানবাহনের আলাদা রুট তৈরী করা (ঝ) প্রতি ৬ মাস অন্তর অন্তর ফিটনেস চেকিং এর জন্য জনগণ ও সড়ক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল টিম বের করা।
বক্তরা আরো বলেন, উপরোক্ত প্রস্তাবনা গুলো সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে অনুশীলন প্রক্রিয়াতে আনা যায় তবে আশা করা যায় সড়ক দুর্ঘটনা অনেকাংশে রোধ করা যাবে এবং নিরাপদে সড়ক চলাচলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, দলিলুর রহমান শাহীন, পরিকল্পিত উখিয়ার সভাপতি নুর মোহাম্মদ সিকদার, ডিবিডি নিউজ ২৪ ডটকম সম্পাদক জসিম আজাদ, এনজিও কর্মি বেলাল উদ্দিন সাঈদী, কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু ছিদ্দিক, উখিয়া নাগরিক আন্দোলনের সভাপতি মোঃ মোবারক, যুবনেতা মাহমুদুল হক, এনজিও কর্মি জেমন্স গাইন, মনজুর মুরশেদ, সেলিম উল্লাহ মুহিব, মোঃ হাশেম, বাশার প্রমুখ।
মন্তব্য করুন