নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালংয়ে সমাজকল্যাণ অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক ও কমিউনিটি হাসপাতালটি ২০১৯ সালের ১৫ অক্টোবর সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও হাসপাতাল ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করার প্রায় ১৫ মাস পর ফের উদ্বোধন করা হচ্ছে আজ। এ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।
উক্ত উদ্ভোবনী অনুস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, বিশেষ অতিথি যথাক্রমে কক্সবাজার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ আলম।
উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারি মাসে এ আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে সম্পন্ন হয়। ৫ তলা বিশিষ্ট সুরম্য ডায়াবেটিক ও সাধারণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালে ইতিমধ্যে অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, ল্যাব ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সার্বক্ষণিক এম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন