রফিকুল ইসলাম :
মুজিববর্ষের ক্ষণগণনার দ্বিতীয় দিনে কক্সবাজারের উখিয়ায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উখিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিভিন্ন ঐতিহাসিক ও বিরল কর্মকান্ডের স্হির চিত্র প্রদর্শন করা হয়।
উখিয়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যাগে মুজিববর্ষের ক্ষণগণনার দ্বিতীয় দিন শনিবার সকাল ১০ টায় বিশাল এক শোভাযাত্রার আয়োজন করা হয়। উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উখিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সর্ব সাধারণের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন কর্মের উপর দূর্লভ ছবি প্রদর্শনের আয়োজন করা হয়। মুজিববর্ষকে ঘিরে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এহসান খান,ওসি আবুল মনসুর, রাজাপালং ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ছাত্রলীগ সভাপতি মকবুল হোসাইন মিথুন, উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাস,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন সহ সরকারী কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীরা,আইএনজিও ওয়াল্ড ভিশন এনজিও- ফোরাম,আরটিএম অংশ গ্রহণ করেন।
মন্তব্য করুন