1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

উখিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক আটক

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯১ Time View

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। নিহত রায়হান কবির (২৮) হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং মনির মার্কেট এলাকার নুরুল কবিরের ছেলে। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

আটককৃতরা হলো নুরুল কবিরের ছেলে মোর্শেদ রিপন কবির (৪২) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৩৪) ।

সূত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর সাড়ে ১২ দিকে হলদিয়াপালং ইউনিয়নের মনির মার্কেট এলাকার সুলতান মার্কেটের সামনে নিজেদের বসত বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই রিপন কিরিচ দা নিয়ে ছুটে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় নিহত রায়হানের স্ত্রীও আহত হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, পরিষদের জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। তবে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলেন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার উপ-পরিদর্শক মোবারক বলেন, একজন নিহত হওয়ার বিষয়ে সদর থানা থেকে এখনো তথ্য পায়নি। তবে ঘটনায় জড়িত স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com