1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

উখিয়ায় পাগলিরবিল ছায়াখোলা গ্রামবাসীর দু:খ

  • Update Time : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৪৫ Time View

।।সুজন কান্তি পাল।।

প্রকৃতির অপার ছায়াঘেরা গ্রাম ‘পাগলিরবিল ছায়াখোলা’। উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে অবস্থিত গ্রামটিতে জনবসতি একদা তেমন ছিলনা বললেই চলে।কিন্তু কালক্রমে, সময়ের বিবর্তনে উপচে পড়া জনসংখ্যার এদেশে এখানেও বসতি স্থাপন করতে বাধ্য হয় মানুষ। গ্রামটিতে আজ প্রায় তিন হাজারাধিক মানুষের বসবাস।অধিকাংশ মানুষ শ্রমজীবি। কালক্রমে এসব শ্রমজীবি মানুষেরাও এসেছে আমাদের অর্থনীতির মূলস্রোতধারায়। অত্যন্ত কঠিন শ্রমের বিনিময়ে এসব শ্রমজীবি মানুষেরাই তাদের ভবিষ্যত বংশধরদের লেখা-পড়া শিখিয়ে তিল তিল করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার সংগ্রামে রত আজ। কিন্তু দুর্ভাগ্য তাদের। বিগত সময়ে সারাদেশ উন্নয়নের জন্য রোল মডেল হলেও তাদের আবাস্থল গ্রামটিতে এখনো লাগেনি উন্নয়নের ছিঁটেফোটাও। পৌঁছেনি বিদ্যুতের আলোসহ নুন্যতম নাগরিক সুবিধা। তবে সহজ-সরল এ গ্রামবাসীর এ নিয়ে নেই কোন অভিযোগ- অনুযোগও।

তবে একদা চীনের একমাত্র দু:খ যেমন হোয়াংহো নদী ছিল, ঠিক তেমনি এই ছায়াখোলা গ্রামবাসীর জন্যও বর্তমানে একমাত্র দু:খে পরিণত হয়েছে তাদের সামনে দিয়ে বয়ে যাওয়া পাগলিরছড়া নামক একটি খাল। প্রায় প্রতি বর্ষাতেই তলিয়ে যায় এই খালের উপর পারাপারের জন্য তাদের নিজশ্ব উদ্দ্যোগে তৈরি কাঠের সংযোগ সেতুটি। তবে এ বছর বর্ষা শুরু না হওয়ার আগে-ভাগেই পারাপারের একমাত্র কাঠের সেতুতি আজ ভেঙ্গে যাওয়াতে ঈদের পূর্বেই যেনো নেমে এসেছে তাদের সামনে এক অমানিশার অন্ধকার।

সরকার/ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা যায়-আসে। কিন্তু খাল- ছড়া-নদী ইত্যাদি শব্দগত সমস্যায় পাগলিরবিল ছায়াখোলা গ্রামবাসীর দু:খ যেনো আর ঘুচেনা! মাননীয় যোগাযোগমন্ত্রী সারাদেশের মানুষের যাতায়াত ব্যবস্থার মান উন্নয়নের জন্য বিশেষ করে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য কত-শতই না আয়োজন করছেন। ঠিক তেমনি আমাদের বর্তমান নির্বাচিত (সংসদ সদস্য, জেলা পরিষদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়াম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) জনপ্রতিনিধিরাও পাগলিরবিল ছায়াখোলা গ্রামবাসীর যাতায়াত ব্যবস্থার মান উন্নয়নের জন্য বিশেষ করে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার প্রয়াসে প্রথমে তড়িৎ সাময়িক পদক্ষেপ ও পরে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানের জন্য কোন স্থায়ী সমাধান সূত্র বের করবেন কী?

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com