।।নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের উখিয়ায় মাদক বিক্রির টাকা ভাগা-ভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের গুলাগুলিতে দু’জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত দু’জনই আপন সহোদর।
শুক্রবার ভোর রাতে উপজেলার সমুদ্র উপকূল ইনানীর রূপপতি এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় নিহত মৃত দেহের পাশ থেকে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা, দু’টি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে পুলিশ।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, গভীর রাতে ইয়াবার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা রূপপতি এলাকায় যায়। পরে সেখান থেকে শীর্ষ ইয়াবা ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদ ও মোক্তার আহমদকে গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ। দ্রুত তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা দু’জনকেই মৃত ঘোষনা করেন।
নিহত মোস্তাক ও মোক্তার উখিয়া উপজেলার থাইংখালী ধামনখালী এলাকার জাবের মুল্লুক এর ছেলে। তাদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন