পলাশ বড়ুয়া :
রোহিঙ্গা অধ্যূষিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্কাউটিং কার্যক্রমকে জোরদার করে শিক্ষার্থীদের প্রতিকুল পরিবেশে টিকে থাকা, সহনশীল এবং মানবীয় গুণাবলী সম্পন্ন করে গড়ে তুলতে কক্সবাজারের উখিয়ায় ৩য় কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে আজ।
সোমবার সকাল ১০টায় উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ২দিন ব্যাপী সমাবেশের উদ্বোধন করেন উখিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, উপজেলা স্কাউট কমিশনার মোজাম্মেল হক আজাদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, স্কাউট সেক্রেটারী রূপন দেওয়ানজী, পোস্ট মাস্টার এসএম জসিম উদ্দিন, শিক্ষক কামাল উদ্দিন, শিক্ষক মেধু বড়ুয়া।
ইউএনও মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্কাউট কার্যক্রম থাকলেও একটু ঝিমিয়ে পড়েছিল। তাই রোহিঙ্গা প্রবণ এলাকা হিসেবে সকল শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ সম্পর্কে ধারণা দিতে প্রায় ৩শ জন সদস্যদের অংশগ্রহণে দুই দিন ব্যাপী চলবে এই সমাবেশ।
মন্তব্য করুন