1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

উখিয়ায় ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা সড়কের বেহাল দশা

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের অতি গুরুত্বপুর্ণ উপজেলা উখিয়া সদরের কানেকটিং সড়ক হিসেবে বিদ্যমান ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা সড়কের বেহাল দশা।

এ জনবহুল সড়কটি এখন মন ফাঁদে পরিনত হয়েছে। সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জন দুভোর্গ লাগবে কারো মাথা ব্যাথা নেই। উপজেলা সদরের এ সড়কটির গুরুত্ব কিন্তু অপরিসীম। সড়কের উন্নয়ন নিয়ে কোন জনপ্রতিনিধি আন্তরিক নয়। দেখে ও না দেখার ভান করে রয়েছে। অথচ ভৌগলিক ভাবে রাজাপালং ইউনিয়নের ছোট বড় ১০গ্রামের বিশাল জনগোষ্টি ডাকবাংলো দরগাহবিল হাতিমোরা সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কটির সংস্কার ও বাকি অংশ কার্পেটিং করার জন্য স্হানীয় চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করলে ও কোন কাজ হচ্ছে না।

স্হানীয় জনসাধারণ এ প্রতিবেদককে জানান,জনৈক সাবেক সাংসদ ক্ষমতায় থাকাকালীন সময়ে ভোটের সময় নানান কল্প কাহিনী শুনিয়েছেন। তাঁকে ভোট দিলে সাদাকে লাল, লালকে কালা করে দিবে। সরকার আসে সরকার যায় ডাকবাংলো দরগাহবিল সড়কের উন্নয়ন হয় না।

উপজেলা প্রকৌশলী জনাব রবিউল ইসলামকে এ সড়কের বেহাল দশার কথা অবগত করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, কোরবানের ঈদের পর পরই সড়কটির ৬শত ১০মিটার কার্পেটিংয়ের কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com