ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড় ধ্বস এবং শতাধিক ঝুপঁড়ি ঘর প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অধিকাংশ ঝুপঁড়িতে ঢলের পানি ঢুকে ভেঙ্গে গেছে। এ সময় দূর্ভোগে থাকা শতাধিক রোহিঙ্গা পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয় বলে খবর পাওয়া গেছে।
এদিকে গত কয়েক দিন ধরে টানা বর্ষণের ফলে ক্যাম্প গুলোতে বসবাস করা রোহিঙ্গাসহ স্থানীয়দের পানিবন্দি হয়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে, উপজেলার পশ্চিমরত্না, রুমঁখা চৌধুরীপাড়া, পাইন্যাশিয়া, রেজুরকুল, উখিয়া সদরসহ বেশ কয়েকটি স্থানে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
দূর্ভোগে থাকা রোহিঙ্গারা বলেছেন, প্রবল বর্ষনের কারনে ঝুপঁড়িতে পানি ঢুকে গেছে। রাতে ঘুমাতেও পারব না। ছেলে-মেয়ে নিয়ে কোথায় মাথা গুজাবো বুঝতে পারছি না।
জানতে চাইলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মো: নুর বলেন, গত কয়দিনের টানা বর্ষনের কারণে রোহিঙ্গা ক্যাম্পের অনেক ঝুপঁড়িতে পানি ঢুকে পড়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আরেক রোহিঙ্গা নেতা সিরাজুল মোস্তফা বলেন, কিছু কিছু রোহিঙ্গা পরিবার এনজিও পরিচালনাধীন স্কুলে আশ্রয় নিয়েছে। রাতে বৃষ্টি হলে বড়ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি আবু তাহের বলেন, প্রায় দশটি ঝুপঁড়ি ভে্ঙ্গে গেছে। কিছু কিছু ঘরে পানি ঢুকে।
ইউএনএইচসিআর প্রাথমিক ভাবে ধারণা করছে সাড়ে ৪ হাজারের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১২০ টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, এ পর্যন্ত স্থানীয় বাসিন্দার ২টি ঘর ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। যেহেতু এখনো ভারী বর্ষণ হচ্ছে তাই সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসের কথাও জানান।-সিএসবি
মন্তব্য করুন