এম.কলিম উল্লাহ, উখিয়া : উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নে আত্মীয়ের জানাযায় এসে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করলেন জালাল উদ্দিন (৩৮) নামের এক মুসল্লী।
জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া ৫ নং ওয়ার্ড়ের মরহুম মাওলানা নুরুল আলমের ৭ম সন্তান ও ইউপি সদস্য মকছুদ উল্লাহ মেম্বারের ছোট ভাই জালাল উদ্দীন
বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১.৩০ মিনিটের সময় যোহরের নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে মৃত্যুবরণকারী ইসহাক এর জানাযায় শরিক হতে এসে যোহরের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লে জালাল উদ্দিনকে কোটবাজার অরিজিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম জালাল উদ্দিন তিন সন্তানের জনক বলে জানা যায়।
আজ সন্ধ্যা ৭টায় ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসার মাঠে জালাল উদ্দিন এর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে বড় ভাই ইউপি সদস্য মকসুদ উল্লাহ নিশ্চিত করেন।
মন্তব্য করুন