বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া পল্লীবিদুৎ জোনাল অফিসের সামনে আবাসিক কবির মার্কেটের কবির আহম্মেদ (৫৫) জাপর আলম (৪৪) পিতা: আবদুর রহিম ও রহিমা বেগম (৩৫) স্বামী: জাফর আলমের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও সরকারি কর ফাঁকি দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সরকারের কর বা রাজস্ব বোর্ডকে বড়ো আঙুল দেখিয়ে অবাধ বিচরণকারী এসব কথিত মালিকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল। পাশাপাশি রোহিঙ্গা কবলিত কক্সবাজারের উখিয়ায় এনজিও সংস্থা ও এনজিও কর্মীদের ভাড়া বাসা দিতে ১ থেকে ৫ তালা নির্মাণাধীন নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আর হঠাৎ করে বাসাভাড়ার চাহিদা পূরণ করতে একটি মালিক মহল স্থানীয় ও পুরাতন ভাড়াটিয়াদের উপর চাপ সৃষ্টি করে বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে।
বেসরকারি হিসাবে বর্তমানে উখিয়ার ভাড়াবাড়িতে অন্তত ১০ হাজার এনজিও কর্মী ও ২ শতাধিক এনজিওর অফিস রয়েছে, কিন্তু মালিক পক্ষ এসব ভাড়াবাসার ভাড়াটিয়া ফরম সংগ্রহ না করে একচেটিয়া রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে অন্য দিকে সরকার হারাচ্ছে রাজস্ব। দ্রুত উখিয়ার সকল বিল্ডিং মালিকদের সরকারি কর বা রাজস্বের আওতায় আনার জান্য দাবি জানিয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে এসব অনিয়মের প্রতিকার চেয়ে মানব বন্ধনের কর্মসূচি হাতে নিতে যাচ্ছে উখিয়ার সাংবাদিক ও মানবাধিকার নেতারা।
প্রতিবেদনে, এসব অনিয়মের কথা জানিয়েছে সাংবাদিক তানভীর শাহরিয়ার ও মানবাধিকার নেতা আনিসুল ইসলাম ও সাংবাদিক এইচ কে রফিক উদ্দীন, সাংবাদিক শামিমুল ইসলাম, সাংবাদিক আবুল কালাম আজাদ, ইসমাঈল মাহামুদ।
মন্তব্য করুন