নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও শিক্ষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এসব সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্থ মোট ৫৭ জন শিক্ষক জনপ্রতি ৫০০০ টাকা ও ৪ জন কর্মচারীকে ২৫০০ টাকা করে মোট ২ লাখ ৮৬ হাজার টাকা সরকারি অর্থ সহয়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন