নিজস্ব প্রতিবেদক : উখিয়ার হলদিয়াপালংয়ের রুমখাঁ বড়বিল এলাকায় পৈত্রিক ওয়ারিশী প্রাপ্ত জমি দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছে একই এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে আলী আকবর (২২)। এ বিষয়ে একাধিক দপ্তরকে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগে জানাযায়, হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল এলাকায় রুমখাঁ পালং মৌজার বিএস ৬৯৪, ১০৫৯, ১০৪৬ নং খতিয়ান মৃত ফকির আহাম্মদ এর নামে চূড়ান্ত প্রচার থাকলেও একই এলাকার মৃত নজির আহম্মদের ছেলে হাসন আলী (৩৫) ও জাফর আলমের ছেলে শফি আলম মিলে দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছিল। প্রায় সময় টিনের বাউন্ডারি ভাঙতে বাধা দিলে প্রাণে মারার হুমকিও দিতো। এ বিষয়ে অবগত করে এ বছরের ২৮ জানুয়ারি উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে অনাধিকার প্রবেশ করে আমার স্বত্ত্বীয় জমির টিনের ঘেরা ভাঙ্গে সব কিছু নিয়ে গিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে৷ এরপর থেকে বিভিন্ন জায়গায় জনসমক্ষে যে কোন মূল্যে জমি জবর দখল করবে বলে হুমকি অব্যাহত রেখে জানিয়ে থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন।
আলী আকবর জানান, আমার পিতার নামে খতিয়ান ভূক্ত জায়গাটি সড়ক পাশ্ববর্তী হওয়ায় স্থানীয় প্রভাবশালী হাসন আলী ভূয়া খতিয়ান সৃজন করে দখল করার পায়তারা করছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত হাসন আলী সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি টিনের ঘেরা ভাঙ্গিনি৷ নিজেরা ভেঙে আমার উপর দোষ চাপাতে চাইছে বলে দাবী করেন তিনি।
মন্তব্য করুন