নিজস্ব প্রতিবেদক :
উখিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুর আলী চৌধুরী’র পুত্র পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রবীণ চিকিৎসক ফরিদ আহমদ চৌধুরীর জানাযা ৩ জানুয়ারী (শুক্রবার) পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ।
উল্লেখ্য, প্রবীণ চিকিৎসক ফরিদ আহমদ চৌধুুরী ২ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০ টায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ মৃত্যু নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা যায়, স্ট্রোক জনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তাঁর বয়স ছিলো ৮১ বছর।
তিনি ২২তম বিসিএস প্রশাসন কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব আবু শাহেদ চৌধুরী ও রত্নাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবু নোমান চৌধুরী পিতা।
বিশিষ্ট সমাজসেবক, সাবেক গুণী শিক্ষক আলহাজ্ব ডা. ফরিদ আহমদ চৌধুরী’র মৃত্যূর খবরে উখিয়া ও পাশ্ববর্তী এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন