নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দিবাগত রাতে উখিয়ার কুতুপালং হিন্দু রোহিঙ্গা শিবির এলাকায় অভিযান চালিয়ে মো. শফিউল আলম (৪২) নামে ওই রোহিঙ্গাকে ইয়াবাসহ আটক করা হয়। সে লম্বাসিয়া রোহিঙ্গা শিবিরের মো. নবী হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।
এ সময় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা শফিউলকে আটক করা হয়।
আটক শফিউলকে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন