1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

আমিরাতে ‘উখিয়া কো-অপারেটিভ’ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯
  • ৩৪ Time View

।।আরিফ সিকদার বাপ্পি, দুবাই থেকে।।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত উখিয়া উপজেলা প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “উখিয়া কো-অপারেটিভ” এর ঈদ পুনর্মিলনী ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত ৯টায় দুবাইস্থ আল গোসেস ফ্যামেলী পার্ক হল রুমে আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে, জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জৈষ্ঠ সদস্য সালাউদ্দিন মাহমুদ ও আব্দূস সালাম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। এতে অন্যানদের মধ্যে বক্তব্য করেন, সংগঠনের অন্যতম সদস্য ইন্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পি, জিয়াউর রহমান জিয়া, আপেল বড়ুয়া, আব্দুল মান্নান, গিয়াস উদ্দিন, নবাগত সদস্য মোহাম্মদ উসমান, সাকিল সিকদার, সাহাবউদ্দীন, মুরশিদ প্রমুখ।

এ অনুষ্ঠানকে অন্যরকম ঈদের আমেজে মেতে উঠেছেন উখিয়া কো-অপারেটিভের সদস্য, প্রবাসীদের পরিবার পরিজন ও পার্কে উপস্থিত বিনদেশী পর্যটকরাও। দেশি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে, গরু, উট ও ছাগলের মাংসে তৈরি হরেক রকম তাস্তা খাওয়ার প্রতিযোগিতাও ছিলো।

পরে সকল সদস্যদের উপস্থিতিতে সংগঠনের তাৎপর্য ও কার্যকরী পদক্ষেপ নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরিশেষে দেশে বিভিন্ন কার্যক্রম ও সামাজিক ক্ষেত্রে অবদান রাখার নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com