ডিবিডিনিউজ২৪ ডেস্ক :
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সুবিস্তৃত অংশজুড়ে চলমান গত কয়েকদিনের ভারি তুষারপাত ও বৃষ্টির কারণে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
সোমবার (১৩ জানুয়ারি) দেশটির আবহাওয়া বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, অঞ্চলটিতে আবহাওয়ার বৈরিতা নতুন কিছু নয়। তবে চলতি বছর সেটি অতি চরম আকার ধারণ করেছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রকৃত মৃতের সংখ্যা না জানালেও প্রবল শীতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।
আফগান আবহাওয়া বিভাগের পূর্বাভাস শাখার প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেছেন, আগামী সপ্তাহগুলোতে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
উল্লেখ্য, যুদ্ধের কারণে রাষ্ট্রটিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটিতে যুদ্ধরত গোষ্ঠীগুলো ঐতিহাসিকভাবে শীতকালে চরম আবহাওয়ার জন্য সহিংসতা থেকে বিরত থাকে।
মন্তব্য করুন