।।আরমান জাহেদ।।
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালং আর্দশ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারের শহীদ বেদীতে প্রভাত ফেরির মধ্য দিয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন “অভিলাষ খেলাঘর আসর” কোট বাজার শাখা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন অভিলাষ খেলাঘর আসর, কোট বাজার শাখার সভাপতি কবি আদিল উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ সভাপতি মোঃ কাসেদ নুর, যুগ্ন সাধারণ সম্পাদক আরমান জাহেদ, নুর উদ্দিন তুষার, মোঃ সৈকত, মোঃ ফারুক, আজিজ, নিশান, মোরশেদ রবিউল সম্রাট, মাহী, সুমি, আঁখি, নুরী, রেসমা সহ খেলাঘরের বন্ধুরা।
মন্তব্য করুন