ডিবিডিনিউজ২৪.কম : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৬৫ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটাই এখন পর্যন্ত একদিনে সর্বাধিক শনাক্ত। এ নিয়ে মোট ৯,৪৫৫ জন শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন নতুন করে ২ জন। মোট ১৭৭ জন মারা গেছেন বাংলাদেশে। সুস্থ হয়েছেন ২৪ জন।
রোববার (৩ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনাভাইরাস (কোভিড-১৯) যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৬৬ হাজার ছাড়িয়েছে। দেশটিতে ২৪ ঘন্টায় প্রাণহানি কমলেও বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। আর বিশ্বে এ পর্যন্ত প্রাণ গেছে ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ৩৪ লাখ ২৪ হাজারের বেশি।
যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৬২১ জনের। ফ্রান্সে প্রাণহানি ২৫ হাজার ছুঁই ছুঁই। দেশটিতে স্বাস্থ্য জরুরি অবস্থা আরো দুই মাস বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।
১১ মের পর ফ্রান্সে লকডাউন শিথিল হলেও বিদেশ থেকে প্রবেশকারীদের, বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ইতালিতে ফের প্রাণহানি বেড়েছে। একদিনে ৪৭৪ জনের প্রাণ গেছে দেশটিতে।
স্পেনে প্রাণহানি ২৫ হাজার ছাড়িয়েছে। রাশিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় দশ হাজার মানুষ। করোনা মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ব্রাজিল, মেক্সিকোতে। ভেনেজুয়েলা আর ব্রাজিলের কারাগারগুলোতেও বেড়েছে সংঘর্ষ।
মন্তব্য করুন