1. azadzashim@gmail.com : বিডিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম :
  2. litonsaikat@gmail.com : neelsaikat :

আইসিইউতে লতা মঙ্গেশকর

  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক :

ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত রোববার রাতে লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তবে রোববার রাতে ভারতীয় সংবাদমাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে শঙ্কামুক্ত আছেন লতা মঙ্গেশকর।

এ শিল্পীর পরিবারের পক্ষ থেকে রচনা শাহ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লতা মঙ্গেশকর। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। দ্রুত চিকিৎসার ফলে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

গত ২৮ সেপ্টেম্বর বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ বলিউড প্লেব্যাক গানের ক্যারিয়ারে এক হাজারের বেশি গান গেয়েছেন তিনি। ১৯৮৯ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়। এ ছাড়া ২০০১ সালে তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
© 2018 - 2020 সর্বস্বত্ব সংরক্ষিত | dbdnews24.com
Site Customized By NewsTech.Com